ঢাকা | বঙ্গাব্দ

জিলহজ মাসের চাঁদের ছবি প্রকাশ করলো আমিরাত

বৃহস্পতিবার সন্ধ্যা বেলাতেই জিলহজ মাসের চাঁদ দেখা গেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।
  • | ০৭ জুন, ২০২৪
জিলহজ মাসের চাঁদের ছবি প্রকাশ করলো আমিরাত জিলহজ মাসের চাঁদ

বৃহস্পতিবার সন্ধ্যা বেলাতেই জিলহজ মাসের চাঁদ দেখা গেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। ফলে আগামী ১৬ জুন ঈদ পালন করতে যাচ্ছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো। 


এদিকে, ১৪৪৫ হিজরি সনের জিলহজ মাসের অর্ধ চন্দ্রের ছবি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি)।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আইএসি ছবিটি প্রকাশ করেছে। এরমাধ্যমে অন্ধকার আকাশে চাঁদটি অপরূপভাবে ফুটে ওঠার দৃশ্য প্রতিফলিত হয়েছে।


জানা গেছে, শুক্রবার গ্রিনিচ সময় অনুযায়ী সকাল ৬টায় আমিরাতের আবুধাবির জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার থেকে চাঁদটির ছবিটি তোলা হয়েছে। চাঁদটি সূর্য থেকে প্রায় ১১ ডিগ্রি দূরে ছিল। আর পৃষ্ঠতলে চাঁদটির স্থায়ীত্ব ছিল ১৫ দশমিক ৭ ঘণ্টা।


জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে ঈদুল আজহার পাশাপাশি হজের দিনও নির্ধারিত হয়ে থাকে। গতকাল সৌদি আরবে যেহেতু চাঁদ দেখা গেছে তাই এবার হজ হবে ১৫ জুন শনিবার। এদিন হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাই ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। হজ শেষে পরের দিন ১৬ জুন রোববার সৌদিতে উদযাপিত হবে ঈদুল আজহা। সবকিছু ঠিক থাকলে এরপর দিন, অর্থাৎ, ১৭ জুন বাংলাদেশে পালিত হবে কোরবানির ঈদ।