ঢাকা | বঙ্গাব্দ

নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও পথে ইসরায়েলিরা

আবার অনেকের হাতে ঢাকা পোস্টারে দেখা যায়, ‘ক্রাইম মিনিস্টার’ লেখা। অন্য আরেকজন আবার বলেন, “আমরা এখনই পণবন্দিদের মুক্তি চাই। এখনই মানে এখনই।”
  • | ১৮ জুন, ২০২৪
নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও পথে ইসরায়েলিরা তেল আবিবে নেতানিয়াহু বিরোধী মিছিল

আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামলেন হাজার হাজার ইসরায়েলি। গাজা যুদ্ধ ও পণবন্দিদের দ্রুত মুক্তির দাবিতেই তাদের এই বিক্ষোভ। আজকের এই পরিস্থিতির জন্য সকলেই দায়ী করছেন নেতানিয়াহুকে। আট মাস পেরিয়েও গাজায় হামাসের হাতে বন্দি রয়েছেন শতাধিক মানুষ। মে মাসে বেশ কয়েকজন পণবন্দির মৃতদেহ উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী। ফলে যতদিন যাচ্ছে ক্ষোভ বাড়ছে ইসরায়েলের শহরতলীতে।

সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, সোমবার ইসরায়েলের সবচেয়ে বড় শহরে প্রতিবাদে নামেন হাজার হাজার মানুষ। সকলের মুখেই শোনা যায় নেতানিয়াহু-বিরোধী স্লোগান। তাদের মধ্যেই এক বিক্ষোভকারী বলেন, “নেতানিয়াহু যা যা পদক্ষেপ নিয়েছেন তা ইসরায়েলকে ধ্বংসের মুখে ঢেলে দিয়েছে। ৭ অক্টোবর যা ঘটেছে তার জন্য একমাত্র তিনিই দায়ী।”

আবার অনেকের হাতে ঢাকা পোস্টারে দেখা যায়, ‘ক্রাইম মিনিস্টার’ লেখা। অন্য আরেকজন আবার বলেন, “আমরা এখনই পণবন্দিদের মুক্তি চাই। এখনই মানে এখনই। আমরা আর অপেক্ষা করতে পারব না।” বলে রাখা ভালো, এখনও হামাসের হাতে বন্দি রয়েছেন অন্তত ১১৬ জন।

উল্লেখ্য, সোমবারই ৬ সদস্যের যুদ্ধকালীন মন্ত্রীসভা ভেঙে দেওয়ার ঘোষণা করেছেন নেতানিয়াহু। এমনটা যে হবে তার আভাস আগেই পাওয়া গেছে। কারণ কয়েকদিন আগেই এই মন্ত্রণালয় থেকে সরে দাঁড়িয়েছেন যুদ্ধকালীন মন্ত্রী বেনি গানৎজ। এই পদক্ষেপের জন্য দায় করেন নেতানিয়াহুকেই। ফলে নিজের দেশেই চাপ বাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর। তীব্র হচ্ছে অন্তর্কলহ।