ঢাকা | বঙ্গাব্দ

জাবিতে হল ছাড়ার নির্দেশ, প্রতিবাদে প্রশাসনিক ভবন ভাঙচুর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিন্ডিকেট মিটিং শেষে হল বন্ধের ঘোষণা দেওয়ায় রেজিস্ট্রার ভবন ভাঙচুর করেছে শিক্ষার্থীরা।
  • | ১৭ জুলাই, ২০২৪
জাবিতে হল ছাড়ার নির্দেশ, প্রতিবাদে প্রশাসনিক ভবন ভাঙচুর জাবিতে হল বন্ধের ঘোষণায় প্রশাসনিক ভবন ভাঙচুর।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিন্ডিকেট মিটিং শেষে হল বন্ধের ঘোষণা দেওয়ায় রেজিস্ট্রার ভবন ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেন। 


ঘোষণা পরপরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবন ভাঙচুর করেন। এ সময় শিক্ষার্থীরা স্লোগান তুলেন, ‘প্রশাসনের সিদ্ধান্ত মানি না, মানবো না’।


সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


সভায় অংশ নিতে রেজিস্ট্রার ভবনে আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঐক্য পরিষদের শিক্ষকরা। এ সময় তারা শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, আমরা তোমাদের সঙ্গে আছি।


শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ‘সিন্ডিকেট গতকাল সিদ্ধান্ত নিয়েছে হল বন্ধ করবে না। সিন্ডিকেটের সিদ্ধান্ত ৬ মাসের ভেতর পরিবর্তনের সুযোগ নেই। সুতরাং বন্ধ যদি দেওয়া হয়, তবে তা বিশ্ববিদ্যালয় অ্যাক্টের পরিপন্থী।’


এদিকে শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়েছেন। উপাচার্যসহ অনেক কর্মকর্তা-কর্মচারী রেজিস্ট্রার ভবনে আটকা পড়েছেন।