ঢাকা | বঙ্গাব্দ

রতন টাটার উত্তরসূরীর নাম ঘোষণা

টাটা ট্রাস্টের চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে। নতুন চেয়ারম্যান হয়েছেন নোয়েল টাটা।
  • | ১১ অক্টোবর, ২০২৪
রতন টাটার উত্তরসূরীর নাম ঘোষণা রতন টাটা ও নোয়েল টাটা।

টাটা ট্রাস্টের চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে। নতুন চেয়ারম্যান হয়েছেন নোয়েল টাটা। এতদিন ধরে এই পদে ছিলেন রতন টাটা। গত  ৯ অক্টোবর ৮৬ বছর বয়সে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন। 


শুক্রবার, ১১ অক্টোবর রতন টাটার সৎভাই নোয়েল টাটাকেই এই পদের জন্য বেছে নিলেন টাটার ট্রাস্টি বোর্ডের সদস্যেরা। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে টাটা ট্রাস্ট ভালোভাবে এগিয়ে যেতে পারবে বলেই মনে করছেন সংস্থার অন্য পদাধিকারীরা। 


টাটা সন্সের সাবেক বোর্ড সদস্য আর গোপালকৃষ্ণণন বলেছেন, ‘‘নোয়েল খুব ভাল এবং বিচক্ষণ মানুষ। ব্যবসা চালানো এবং বড় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো তার দক্ষতা রয়েছে। ফলে ট্রাস্টে নতুন মাত্রা সংযোজন করতে পারবেন তিনি। যেটা ট্রাস্ট চালানোর ক্ষেত্রে খুবই জরুরি।’’


টাটা গোষ্ঠীর ‘টাটা স্টিল লিমিটেড’ ও ‘ভোল্টাস’-এর মতো সংস্থার বোর্ড সদস্য ছিলেন রতন টাটার সৎভাই। নোয়েল টাটার তিন সন্তান রয়েছে- মায়া, নেভিল ও লিয়া। টাটা গোষ্ঠীর বিভিন্ন দাতব্য সংস্থার ট্রাস্টি সদস্য হিসাবে তাদের নামও রয়েছে। 


রতন টাটার বাবা নাভাল টাটার দ্বিতীয় স্ত্রীর সন্তান ৬৭ বছরের নোয়েল।