ভারত অন্তর্বতী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক জানিয়ে বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় বর্মা বলেছেন, দুই দেশের মধ্যে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো।
বৈঠক শেষে ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা নিয়ে আলোচনার পর গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
প্রণয় বর্মা বলেন, যা-ই হোক না কেন, আমরা বন্ধু থাকবো। একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণ নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায় ভারত। নিরাপত্তা অগ্রগতি ও উন্নয়নের জন্যে একসঙ্গে কাজ করার আগ্রহের কথাও এসময় জানান তিনি।
thebgbd.com/AR