ঢাকা | বঙ্গাব্দ

র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলির তদন্ত চলছে: ডিজি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হেলিকপ্টার থেকে গুলি করার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।
  • নিজস্ব প্রতিবেদক | ১২ ডিসেম্বর, ২০২৪
র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলির তদন্ত চলছে: ডিজি সংগৃহীত

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অভিযোগ সত্য হলে এর সুষ্ঠু তদন্ত ও বিচার হবে।


র‍্যাব ডিজি বলেন, সংস্থাটি কোনো সদস্যের ফৌজদারি অপরাধে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, র‍্যাবের ভেতরকার সংস্কার নিয়ে একটি কমিশন কাজ করছে, যেখানে "আয়নাঘর" নামে পরিচিত ব্যবস্থার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।


গুম, খুন, ও অপহরণের অভিযোগে ভুক্তভোগী পরিবারের কাছে ক্ষমা চেয়ে র‍্যাব প্রধান বলেন, এই বিষয়গুলোতে দায়মুক্তি নয়, বরং সুষ্ঠু বিচার প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।


ডিজি জানান, ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা উন্নয়নে কাজ করছে র‍্যাব। ছাত্র-জনতার আন্দোলনে গুলি করার অভিযোগে ভিডিও ফুটেজ দেখে তদন্ত ও গ্রেপ্তার অভিযান পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত সাবেক মন্ত্রীসহ মোট ৩৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


thebgbd.com/AR