ঢাকা | বঙ্গাব্দ

ঘরের মাঠে ফের বার্সেলোনার হার

ধুঁকতে থাকা বার্সেলোনা লা লিগায় সবশেষ ৬ ম্যাচের মাত্র একটিতে পেয়েছে জয়ের দেখা।
  • নিজস্ব প্রতিবেদক | ১৬ ডিসেম্বর, ২০২৪
ঘরের মাঠে ফের বার্সেলোনার হার সংগৃহীত

লা লিগায় টেবিলের তলানির দিকে থাকা লেগানেসের কাছে ১-০ গোলে হেরে গিয়েছে বার্সেলোনা। নিজেদের ঘরের মাঠে এটি তাদের টানা দ্বিতীয় হার। ধুঁকতে থাকা বার্সেলোনা লা লিগায় সবশেষ ৬ ম্যাচের মাত্র একটিতে পেয়েছে জয়ের দেখা। 


একমাত্র গোলটি হয়েছে ম্যাচের চতুর্থ মিনিটে। কর্নার থেকে আনমার্কড সফরকারী অধিনায়ক গঞ্জালেস হেড করে জাল কাঁপিয়েছেন। তার পর থেকে আক্রমণ শাণিয়ে গেছে স্বাগতিকরা। অথচ বল দখলে ৮০ শতাংশ এগিয়ে থাকার পরও বার্সা সমতাসূচক গোলটি আদায় করতে পারেনি।


লেগানেসের গোছানো রক্ষণের সামনে বার বার খেই হারিয়েছে হানসি ফ্লিকের শিষ্যরা। বার্সার নেওয়া ২০টি শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ৪টি শট। লেগানেস গোলকিপার মার্কো দিমিত্রভ দারুণভাবে সামলেছেন জাল অক্ষত রাখার দায়িত্ব। প্রথমার্ধেই চোখ ধাঁধানো তিনটি সেভ করেন তিনি।


অন্যদিকে নিষ্প্রভ ছিলেন বার্সার খেলোয়াড়রা। খুঁইয়েছেন গোলের দারুণ সব সুযোগ। দানি ওলমো, লামিন ইয়ামাল, রাফিনহা কিংবা লেভানডোভস্কি, কেউই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি।


তবে হারলেও ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে বার্সা শীর্ষেই রয়েছে। এক ম্যাচ কম খেলে তাদের সমান ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আতলেতিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদও এক ম্যাচ কম খেলে ৩৭ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে। বার্সেলোনায় প্রথমবারের মতো জয় পাওয়া লেগানেস অবনমন অঞ্চল থেকে ১৫ নাম্বারে জায়গা করে নিয়েছে। তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। 


thebgbd.com/NIT