ঢাকা | বঙ্গাব্দ

শিবপুরে বাস উল্টে খাদে, আহত ১৫

মাদারীপুরের শিবচরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ০২ জানুয়ারি, ২০২৫
শিবপুরে বাস উল্টে খাদে, আহত ১৫ ছবি : সংগৃহীত।

মাদারীপুরের শিবচরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কুতুবপুর এলাকার মুন্সিরবাজার সড়কের ঢাকাগামী অংশে এ ঘটনা ঘটে।


খবর অনুযায়ী, খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস শিবচরের মুন্সিরবাজার এলাকায় এসে নিয়ন্ত্রণ হারায়। এরপর বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে খাদে উল্টে যায়।


দুর্ঘটনায় আহত ১৫ যাত্রীর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক তমাল সরকার জানান, সময়মতো পদক্ষেপ নেওয়ার ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।


thebgbd.com/NA