জামালপুরে গরু চুরি করে ভূরিভোজ করা বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।
সোমবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি চিঠি মাদারগঞ্জ উপজেলা বিএনপির হাতে পৌঁছায়।
চিঠিতে উল্লেখ করা হয়, আপনার (মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী) বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
সদ্য বহিষ্কৃত মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী জেলার মাদারগঞ্জ উপজেলার ৬নং আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
এর আগে, গত শনিবার রাতে তাকে সাময়িক অব্যাহতি দেয় মাদারগঞ্জ উপজেলা বিএনপি এবং কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—এই মর্মে সাত দিনের কারণ দর্শানোর সময় বেধে দেওয়া হয়।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান ঢাকা পোস্টকে বলেন, এর আগে উপজেলা বিএনপির সিদ্ধান্তে মুক্তা চৌধুরীকে সাময়িক বহিষ্কার ও সাত দিনের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। আজ কেন্দ্র থেকেই তাকে বহিষ্কার করা হয়েছে, তাই এখন আর কারণ দর্শানোর দরকার নেই।
উল্লেখ, গত শনিবার নারী সমাবেশের আয়োজন করে মাদারগঞ্জ উপজেলা বিএনপি। ওই নারী সমাবেশে ভূরিভোজের আয়োজন করেন আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণাবিষয়ক সম্পাদিকা লায়লা খাতুন ইতি।
এদিকে গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার জোরখালীর খামার মাগুরা গ্রামের কৃষক এফাজ উদ্দিনের গোয়াল ঘর থেকে একটি ষাঁড় গরু চুরি হয়। এফাজ মন্ডল বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর এক পর্যায়ে পার্শ্ববর্তী দক্ষিণ কয়ড়া গ্রামের আদারিভিটা ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীর বাড়িতে জবাইকৃত গরুর চামড়া দেখে তার গরুটি শনাক্ত করেন। পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় গরুর চামড়ায় ২০ কেজি মাংসসহ সুমন মিয়া (৪০) ও কসাই বজলুর রহমানকে (৩৫) গ্রেপ্তার করে।
এ ঘটনায় শনিবার বিকেলে গরুর মালিক এফাজ মন্ডল বাদী হয়ে মাদারগঞ্জ থানায় মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীসহ ১২ জনের নাম উল্লেখ করে ও নামপরিচয়হীন সাত-আটজনকে আসামি করে মামলা দায়ের করেন।
thebgbd.com/NIT