আগামী ২৭ জানুয়ারির পোল্যান্ডে অশউইজ মুক্তির ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। এটি হবে সাবেক নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে তার প্রথম সফর। সোমবার বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে এএফপি এ খবর জানিয়েছে।
ব্যাকিংহাম প্যালেস থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, এই স্মরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ক্যান্সার চিকিৎসাধীন রাজা চার্লস ক্রাকোভে স্থানীয় কমিউনিটি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে এক সৌজন্য বৈঠক করবেন।
সূত্র: বিবিসি
এসজেড