উত্তর-পূর্ব নাইজেরিয়ার বর্নো রাজ্যের ডুম্বা গ্রামে সশস্ত্র জঙ্গিগোষ্ঠীর হামলায় অন্তত ৪০ জন কৃষক নিহত হয়েছেন। সংঘাতপীড়িত এই অঞ্চলে এটি সর্বশেষ সহিংসতার ঘটনা। নাইজেরিয়ার রাজধানী কানো থেকে এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এএফপি এ খবর জানায়।
বর্নো রাজ্যের তথ্য কমিশনার উসমান এক বিবৃতিতে জানান, রোববার রাতে ইসলামিক স্টেট-সমর্থিত ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি)-এর জঙ্গিরা লেক চাদের তীরে অবস্থিত ডুম্বা গ্রামে প্রবেশ করে। প্রথমে তারা পুরো গ্রাম ঘেরাও করে যাতে কেউ পালাতে না পারে। তারপর কৃষকদের জড়ো করে নির্বিচারে গুলি চালায়।
গ্রামের এক অধিবাসী বলেন, ওদের আসার খবরে যারা সড়ে যেতে পেরেছে শুধু তারাই বেঁচেছে। বাকিরা সবাই গুলির শিকার হয়েছে। এদিকে হামলার পর ওই এলাকায় সেনা টহল বাড়ানো হয়েছে। এতে আশপাশের কয়েকটি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সূত্র: আল জাজিরা
এসজেড