ঢাকা | বঙ্গাব্দ

দ. কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বেতন বৃদ্ধি

অনেকে প্রশ্ন তুলেছেন, বরখাস্ত থাকা অবস্থায় তিনি কিভাবে বেতন পাচ্ছেন, তার ওপর আবার বেতন বৃদ্ধি কীভাবে সম্ভব।
  • অনলাইন ডেস্ক | ১৪ জানুয়ারি, ২০২৫
দ. কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বেতন বৃদ্ধি ইউন সুক-ইওল

অভিশংসিত হওয়া সত্ত্বেও দক্ষিণ কোরিয়ার বরখাস্তকৃত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বার্ষিক বেতন বৃদ্ধি পাবে বলে জানিয়েছে দেশটির সরকার। ইউনের বেতন ৩% বৃদ্ধি পেয়ে ২৬২.৬ মিলিয়ন ওন (১৭৯,০০০ ডলার বা ১৪৭,০০০ পাউন্ড) হবে, যা সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির মান অনুসারে নির্ধারিত।


ডিসেম্বরে অভিশংসিত হওয়ার পর দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত হলেও সাংবিধানিক আদালত তার অভিশংসন নিশ্চিত করার আগ পর্যন্ত ইউন প্রেসিডেন্টের পদে বহাল থাকবেন। ইউনের বেতন বৃদ্ধি নিয়ে দক্ষিণ কোরিয়ার জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, বরখাস্ত থাকা অবস্থায় তিনি কিভাবে বেতন পাচ্ছেন, তার ওপর আবার বেতন বৃদ্ধি কীভাবে সম্ভব।


সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ উল্লেখ করেছেন, ইউনের ৩% বেতন বৃদ্ধি দেশের ন্যূনতম মজুরির বৃদ্ধির প্রায় দ্বিগুণ। একটি পোস্টে লেখা হয়েছে, ‘ন্যূনতম মজুরি মাত্র ১.৭% বেড়েছে, আর ইউনের জন্য ৩% কেন?’ ইউনের অভিশংসনের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়া হান ডাক-সু'র বার্ষিক বেতনও ৩% বৃদ্ধি পেয়ে ২০৪ মিলিয়ন ওন (প্রায় ১৩৮,০০০ ডলার বা ১১৪,০০০ পাউন্ড) হবে। হান নিজেও অভিসংশিত হয়েছেন।


উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বার্ষিক বেতন ৪০০,০০০ ডলার এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বেতন প্রায় ১৭২,০০০ পাউন্ড।


সূত্র; বিবিসি


এসজেড