তাবলিগ জামাতের আসন্ন বিশ্ব ইজতেমাকে ঘিরে বিদ্যমান জুবায়ের ও সাদপন্থিদের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্মিলিত ছাত্র সমাজ নামের একটি সংগঠন। এজন্য আগামী ২০ জানুয়ারি পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন তারা। অন্যথায় রাজপথে নামার মতো কর্মসূচি ঘোষণা করবেন তারা।
বুধবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ব্যানারে এ আল্টিমেটাম দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পবিত্র ইবাদতকে ঘিরে মারামারি, খুনাখুনির মতো ঘটনা ঘটেছে। কিন্তু সরকার প্রধান এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। খুনের ঘটনায় প্রকৃত দোষীদের চিহ্নিত করতে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটির দাবি জানাচ্ছি। একইসঙ্গে দুই পক্ষের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ সমাধান করতে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানান তারা। অন্যথায় ২০ জানুয়ারি পর ছাত্র-জনতাকে নিয়ে কর্মসূচি দেওয়া হবে। সেখানে অপ্রীতিকর যেকোনো ঘটনার জন্য সরকার দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র জহিরুল ইসলাম। তিনি বলেন, তাবলিগ জামাত, যা মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামের দাওয়াহ কার্যক্রমের অন্যতম মাধ্যম। এ ইবাদতকে ঘিরে সাম্প্রতিক বছরগুলোতে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষে রূপ নিয়েছে, যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে। এ ঘটনা তাবলিগ জামাত নয়, বৃহত্তর মুসলিম সমাজের ঐক্য ও সৌহার্দ্যকেও প্রশ্নবিদ্ধ করছে। আমরা পর্যবেক্ষণ করছি যে তাবলিগ জামাতের বিবদমান পক্ষগুলোর মধ্যে একপক্ষ চরম বৈষম্যের শিকার হচ্ছে। তাই আমরা সেই বৈষম্যের দূর করতে সম্মিলিত প্রচেষ্টার উদ্যোগ গ্রহণ করেছি।
thebgbd.com/AR