পাকিস্তান জাতীয় দল থেকে আড়ালে চলে গিয়েছেন বেশ কিছুদিন আগেই। ইনজুরির কারণে ছিটকে পড়েছিলেন। সেসময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি অবহেলার অভিযোগও এসেছিল। পেসার ইহসানউল্লাহ তবু ফিরেছেন। নাম জমা দিয়েছিলেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর জন্য। কিন্তু সেখানেও কোনো ফ্র্যাঞ্চাইজির নজরে আসতে পারেননি এই পেসার।
দল না পেয়ে অভিমানে পিএসএল থেকে অবসর নিয়েছিলেন ইহসানউল্লাহ। কিন্তু ২৪ ঘণ্টা পার না হতেই নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন পাকিস্তানের এই পেসার। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে নিজের এমন কাণ্ডের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।
অবসর থেকে ফেরার সিদ্ধান্ত নিয়ে ইহসানউল্লাহ বলেন, ‘আপনি জানেন, ফ্র্যাঞ্চাইজিগুলো আমাকে দলে নেয়নি। তাতে পরিবার ও সাধারণ সাধারণ মানুষের কথাতে আমি বিরক্ত হয়েছি। সে কারণে আবেগতাড়িত হয়ে সিদ্ধান্তটি নিয়েছিলাম। পিএসএলের এখনো ৪ মাস বাকি, আমি এ সময়ে কষ্ট করে যাব, আল্লাহ চাইলে যারা এখন আমাকে নেয়নি, তারা পরে দলে নিতে পারে। সুতরাং পিএসএল থেকে অবসরের কোনো পরিকল্পনা নেই। আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম।’
‘আমি ধীরে ধীরে উন্নতি করার চেষ্টা করব। পিএসএল শুরু হতে অনেক সময় বাকি, কিছু ঘরোয়া টুর্নামেন্টও সামনে আছে। গতকালের রাতের সিদ্ধান্ত ভুল ছিল। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ক্ষমা চাইছি। রাগের মাথায় সিদ্ধান্ত নিয়ে ভুল করেছি।’
thebgbd.com/AR