আসর নামাজের পর কিছু বিশেষ আমল রয়েছে, যেগুলো বরকত ও সওয়াব নিয়ে আসে। এই আমলগুলো করলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি জীবনের বিভিন্ন ক্ষেত্রে কল্যাণ লাভ করা যায়।
১. ইসতিগফার পড়া:
আসর নামাজের পর বারবার "আস্তাগফিরুল্লাহ" (আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি) পড়া উত্তম। এটি পাপ মোচন ও আল্লাহর কাছে ক্ষমা লাভের অন্যতম মাধ্যম।
২. আয়াতুল কুরসি পড়া: নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে এটি সুরক্ষার ঢাল হয়ে কাজ করে এবং বরকত বাড়ায়।
৩. তাসবিহ পাঠ:
- ৩৩ বার সুবহানাল্লাহ
- ৩৩ বার আলহামদুলিল্লাহ
- ৩৩ বার আল্লাহু আকবার
পরিশেষে ১ বার "লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির" পড়া। এটি জান্নাতের দরজা খুলে দেওয়ার মাধ্যম বলে হাদিসে বর্ণিত।
৪. দরুদ শরিফ: প্রিয় নবী মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ পাঠ করুন। এটি বরকত এনে দেয় এবং দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর।
৫. অধিক জিকির: "সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম" বেশি করে পাঠ করুন। হাদিসে এসেছে, এটি আল্লাহর কাছে খুব প্রিয় জিকির।
৬. দোয়া: আসর নামাজের পর আল্লাহর কাছে মন থেকে দোয়া করুন। এই সময়টি দোয়া কবুলের মুহূর্ত হতে পারে। জীবনের সব প্রয়োজন আল্লাহর কাছে তুলে ধরুন।
এই আমলগুলো নিয়মিত করলে ইহকাল ও পরকালে বরকত লাভ করা যায়।
thebgbd.com/NIT