ইসলামে পুরুষদের স্বর্ণ পরিধান করার বিষয়ে স্পষ্ট বিধান রয়েছে। নবী করিম (সা.)-এর বিভিন্ন হাদিসে পুরুষদের জন্য স্বর্ণ পরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এটি ইসলামের শরিয়াহ অনুযায়ী হারাম হিসেবে গণ্য।
একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "সোনা এবং রেশম আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, কিন্তু নারীদের জন্য হালাল।"(সহিহ মুসলিম, হাদিস: ২০৬৭)
অন্য একটি হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসুলুল্লাহ (সা.) এক ব্যক্তির হাতে স্বর্ণের আংটি দেখতে পেয়ে তা খুলে ফেলে দিলেন এবং বললেন, 'তুমি ইচ্ছা করছ জাহান্নামের আগুনের গয়না নিজের হাতে রাখতে?'
(সহিহ মুসলিম, হাদিস: ২০৯০)
পুরুষদের জন্য স্বর্ণ পরিধানের নিষেধাজ্ঞার পেছনে ইসলামের মূল উদ্দেশ্য হলো বিনয়, পরিশুদ্ধতা এবং আল্লাহর আদেশের প্রতি আনুগত্য নিশ্চিত করা। তবে পুরুষরা রুপার তৈরি গয়না (যেমন: আংটি) পরতে পারেন, কিন্তু তা নির্দিষ্ট সীমার মধ্যে হতে হবে।
ইসলামে পুরুষদের জন্য স্বর্ণ পরা হারাম। এই নিষেধাজ্ঞা মেনে চলা একজন মুসলিম পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আল্লাহ এবং তার রাসূল (সা.)-এর আদেশ পালনের একটি অংশ।
thebgbd.com/NIT