একশ’ বছরের একটি অংশীদারিত্ব চুক্তি সাক্ষর করেছে যুক্তরাজ্য ও ইউক্রেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৃহস্পতিবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করে ঐতিহাসিক এই ‘শত বছরের অংশীদারিত্ব’ চুক্তি সই করেন। এ সময় এই চুক্তির মাধ্যমে কিয়েভকে আরো সমর্থন দেওয়ার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
ছয়মাস আগে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর স্টারমারের এটিই প্রথম ইউক্রেন সফর। এই সফরে দুই দেশের মধ্যে ‘আগের চেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে এর প্রশংসা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইউক্রেনের সঙ্গে তার মিত্রদের নিয়ে একত্রে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন স্টারমার। রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা হলে কিয়েভকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার কথাও বলেছেন তিনি। কিয়েভ থেকে এএফপি আজ এই খবর জানায়।
ব্রিটেনের ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে হোয়াইট হাউসের দায়িত্ব নিতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় ইউক্রেন-রাশিয়ার প্রায় তিন বছরের যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তবে স্টারমার বলেছেন, ‘যুদ্ধ বন্ধের যেকোনো চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা এবং স্বাধীনতার নিশ্চয়তা থাকতে হবে।’
জেলেনস্কি সম্প্রতি পশ্চিমা দেশগুলোকে হাল ছেড়ে না দিয়ে ইউক্রেনের প্রতি দীর্ঘ মেয়াদী সামরিক সহায়তা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বৃহস্পতিবারের এই চুক্তিকে ‘সত্যিই ঐতিহাসিক’ বলে প্রশংসা করেছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে যুক্তরাজ্য ইউক্রেনের অন্যতম বড় সামরিক সমর্থক হিসেবে কাজ করে আসছে।
সূত্র: গার্ডিয়ান
এসজেড