ডোনাল্ড ট্রাম্প মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মী ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ তদারক অনুবিভাগের তিন সিনিয়র কূটনীতিককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট, ডেরেক হোগান এবং অ্যালাইনা টেপলিটজ। বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, ট্রাম্প প্রশাসনের এজেন্সি রিভিউ টিম এই পদত্যাগের নির্দেশ দেয়। উল্লেখ্য, এই তিন কূটনীতিক ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় প্রশাসনে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেছেন।
এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই সিদ্ধান্ত ভবিষ্যতে নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা রয়েছে। সাধারণত প্রেসিডেন্ট পদত্যাগ করলে কূটনীতিকরা তাদের পদে বহাল থাকেন। তবে ট্রাম্পের এই পদক্ষেপকে তার প্রশাসনের আমলাতান্ত্রিক স্তরে মৌলিক পরিবর্তন আনার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্পের টিম এই সিদ্ধান্ত সম্পর্কে জানিয়েছে, এখন এমন কর্মকর্তাদের প্রয়োজন, যারা আমেরিকার জনগণ ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন এবং প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গি সমর্থন করবেন। তাদের মতে, দেশের ব্যর্থতাগুলো কাটিয়ে উঠতে প্রতিশ্রুতিশীল ও শক্তিশালী একটি টিম গঠন জরুরি।
thebgbd.com/NA