ঢাকা | বঙ্গাব্দ

বিনা খরচে চট্টগ্রামে সম্পন্ন হলো ৮ দম্পতির বিয়ে

কোনো ধরনের খরচ ছাড়াই চট্টগ্রামে ৮ দম্পতির বিয়ে সম্পন্ন হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৮ জানুয়ারি, ২০২৫
বিনা খরচে চট্টগ্রামে সম্পন্ন হলো ৮ দম্পতির বিয়ে সংগৃহীত

শনিবার (১৮ জানুয়ারি) আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এমন বিয়ের অনুষ্ঠান হয়েছে। এতে যাদের বিয়ে হয়েছে তাদের কোনো টাকা খরচ করতে হয়নি। সম্পূর্ণ খরচ বহন করেছে অ্যাশ ফাউন্ডেশন।




সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই বিয়ে করতে তাদের মানতে হয়েছে কিছু শর্ত। সেগুলো হলো- কোনো ধরনের যৌতুক নেওয়া যাবে না। একইসঙ্গে অতিরিক্ত মোহরানা নেওয়া যাবে না। পাশাপাশি ধার্য করা মোহরানা নগদে পরিশোধও করতে হবে। এমন প্রতিশ্রুতিতেই বিয়েটি সম্পন্ন হয়েছে। বিয়েতে উপস্থিত ছিলেন ১৬ জন বর-কনে। বিয়ে পড়িয়েছেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার শায়খ আব্দুল হাই মো. সাইফুল্লাহ।


আয়োজনের মধ্যে ছিল- বর ও কনে পক্ষের ১০০ জনের খাবার, বর-কনের সাজসজ্জার খরচ, পাশাপাশি ছিল কক্সবাজারে হানিমুনের প্যাকেজ, ঘরের সামগ্রী, বিভিন্ন আইটেমের আট পদের খাবার। যার সম্পূর্ণ খরচ বহন করা হয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে। আরও রয়েছে বিয়ের পরে বর-কনের কাউন্সেলিং সেবা।




বিনা খরচে গাঁটছড়া বাঁধছেন ১২ দম্পতি

ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এ ধরনের আয়োজনে অংশ নিতে পেরে বর-কনে উভয়ই খুবই উচ্ছ্বসিত বলে জানিয়েছেন। কারণ হিসেবে তারা জানিয়েছেন- সমাজের যৌতুক প্রথা, দেনমোহরের নামে অতিরিক্ত অর্থ, আপ্যায়ন এই বিষয়গুলো থেকে বেরিয়ে এসে সহজ বিয়ের প্রচলন হওয়া। এতে তারা অত্যন্ত খুশি। নগরীর একটি কনভেনশন সেন্টারে এই আয়োজন সম্পন্ন হয়েছে।




thebgbd.com/AR