লালমনিরহাটে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল থেকে ফেরার পথে ট্রেনের ছাদ থেকে পড়ে রাজ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ উপজেলার হাজরানিয়া রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল অংশগ্রহণ করতে সকালে ট্রেনে লালমনিরহাটে যায় রাজ। পরে মাহফিল শেষ করে ফেরার পথে হাজরানিয়া রেলগেটে ট্রেনের ছাদ থেকে রাজ পড়ে যায়। সেখানে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তুষভান্ডার রেলস্টেশনের মাস্টার আশরাফুজ্জামান আপেল জানান , ঘটনাটি রেলগেটে হয়েছে। খবর পেয়েই জিআরপি থানায় জানানো হয়েছে। তারা মরদেহ উদ্ধার করেছে।
thebgbd.com/AR