ঢাকা | বঙ্গাব্দ

দেশের পুরোনো চার বিভাগকে প্রদেশ করার চিন্তা

রাষ্ট্রীয় নিরাপত্তা এবং অন্যান্য কেন্দ্রীয় বিষয় ছাড়া বাকি প্রশাসনিক ব্যবস্থাপনা প্রদেশের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৯ জানুয়ারি, ২০২৫
দেশের পুরোনো চার বিভাগকে প্রদেশ করার চিন্তা ফাইল ছবি

জনপ্রশাসন সংস্কার কমিশন দেশের চারটি পুরোনো বিভাগকে প্রদেশে রূপান্তরের সুপারিশের কথা বিবেচনা করছে। রাষ্ট্রীয় নিরাপত্তা এবং অন্যান্য কেন্দ্রীয় বিষয় ছাড়া বাকি প্রশাসনিক ব্যবস্থাপনা প্রদেশের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।


গত ১৫ জানুয়ারি সংবিধান, নির্বাচন, পুলিশ, ও দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদনের খসড়া জমা দিয়েছে। এ সময় কমিশনের প্রধান এবং সদস্যরা সম্ভাব্য কিছু সুপারিশ তুলে ধরেন, যার মধ্যে চারটি প্রদেশ গঠনের প্রস্তাবও রয়েছে।


বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে চারটি প্রদেশ গঠনের চিন্তা-ভাবনা চলছে। এই প্রদেশগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা। তবে প্রদেশগুলোর কাজ ও কাঠামো নিয়ে এখনও বিস্তারিত সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।


দেশে প্রাদেশিক কাঠামো গঠনের আলোচনা নতুন নয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন একবার পাঁচটি প্রদেশ গঠনের প্রস্তাব দিয়েছিলেন। তার মতে, জনসংখ্যা এবং প্রশাসনিক কার্যকারিতা বিবেচনায় বাংলাদেশকে অন্তত পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোতে নিয়ে আসা উচিত।


এই চিন্তাধারা অনুযায়ী, মেট্রোপলিটন ঢাকাকে কেন্দ্রশাসিত রাখা হবে। প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত, এবং সমুদ্র নিরাপত্তা কেন্দ্রের অধীনে থাকবে। তবে অন্যান্য প্রশাসনিক বিষয়গুলোতে প্রদেশগুলোকে স্বাধীনতা দেওয়া হতে পারে।


এদিকে, স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ মনে করেন, বাংলাদেশের ভৌগোলিক এবং ভাষাগত বৈশিষ্ট্য বিবেচনায় প্রদেশ গঠন প্রয়োজন নয়। বরং, বর্তমান বিভাগগুলোর স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করলেই প্রশাসনিক সমস্যার সমাধান সম্ভব।


বর্তমানে দেশে আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে। এর বাইরে কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার আলোচনা চলছে। তবে চারটি প্রদেশ গঠনের বিষয়টি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে এবং তা বাস্তবায়ন নিয়ে বিতর্ক অব্যাহত।


সংবিধান সংস্কার কমিশন তাদের সুপারিশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন এবং দেশের প্রতিটি বিভাগে উচ্চ আদালতের স্থায়ী আসন চালুর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছে।


thebgbd.com/NIT