শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানালেও এখনও কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেছেন, জবাব না পেলে আইন তার নিজস্ব গতিতে চলবে।
রোববার (১৯ জানুয়ারি) তাজুল ইসলাম জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে জাতিসংঘ প্রতিনিধি ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম নিয়ে জানতে চাইলে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে আলোচনা চলছে। তবে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।
তাজুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। কিছু মামলার তদন্ত প্রতিবেদন শিগগিরই দেওয়া হবে। এ ছাড়া বিচার প্রক্রিয়ায় জাতিসংঘের সমর্থন এবং প্রযুক্তিগত সহযোগিতা চাওয়া হয়েছে। এ বিষয়ে জাতিসংঘ প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দিয়েছে।
শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অবস্থান আরও স্পষ্ট করার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
thebgbd.com/NA