ঢাকা | বঙ্গাব্দ

সাহু সিজদা কী, কেন কখন কীভাবে করতে হয়?

সাহু সিজদা করার মাধ্যমে নামাজে ভুল হয়ে থাকলেও তা সংশোধিত হয়ে যায়।
  • নিজস্ব প্রতিবেদক | ১৯ জানুয়ারি, ২০২৫
সাহু সিজদা কী, কেন কখন কীভাবে করতে হয়? ফাইল ছবি

সাহু সিজদা হলো নামাজে ভুলত্রুটি সংশোধনের জন্য নির্ধারিত দুটি বিশেষ সিজদা। এটি নামাজের অংশ এবং ইসলামি শরিয়তের একটি বিধান। সাহু সিজদা করার মাধ্যমে নামাজে ভুল হয়ে থাকলেও তা সংশোধিত হয়ে যায়। 


রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন হাদিসে সাহু সিজদার নির্দেশনা দিয়েছেন। আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "তোমাদের কেউ যদি নামাজে ভুল করে, তবে সে সাহু সিজদা করে নেবে।" (সহিহ বুখারি, সহিহ মুসলিম)। 


সাহু সিজদা তখন করতে হয় যখন: 

১. নামাজে কোনো ফরজ বা ওয়াজিব ভুলে বাদ পড়ে।  

২. কোনো ওয়াজিব ভুলক্রমে বারবার পড়ে ফেলা হয়।  

৩. ভুলক্রমে অতিরিক্ত রাকাত পড়া হয়।  


সাহু সিজদার পদ্ধতি হলো


তাশাহুদ বা আত্তাহিয়াতু পড়ার পর সালাম ফিরানোর আগেই দুটি সিজদা করতে হয়। এরপর পুনরায় তাশাহুদ, দরুদ এবং দোয়া পড়ে নামাজ শেষ করতে হয়। সাহু সিজদার মাধ্যমে ভুল সংশোধন হয়ে যায় এবং নামাজ বৈধ থাকে। 


এটি মহান আল্লাহর পক্ষ থেকে একটি করুণা, যা মুসলমানদের নামাজে ভুল সংশোধনের সুযোগ দেয়। সাহু সিজদার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং নিজের নামাজকে পরিপূর্ণ করা সম্ভব।