প্রতিবেশী সুদান বিরোধী বিক্ষোভে ও দাঙায় দক্ষিণ সুদানে গত দুই দিনে ১২ জন নিহত হয়েছে। সুদানের আল জাজিরা রাজ্যে সংঘর্ষে উনত্রিশ জন দক্ষিণ সুদানির নিহতের ঘটনা প্রকাশ পেলে রাজধানী জুবাতে দক্ষিণ সুদানিরা বিক্ষোভ করে। বিক্ষোভে রাজধানী জুবাতে সুদানি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান লুট হয়। বিক্ষোভ দমনে পুলিশ গুলি চালালে তিনজন নিহত হয় এবং সাতজন আহত হয়। খবর এএফপি’র।
দক্ষিণ সুদানের নিরাপত্তা বাহিনী শনিবার জুবাতে বলেছে, বিক্ষোভে শুক্রবার আওয়েল শহরে নয়জন নিহত হয়েছে যাদের মাঝে সাতজন সুদানি আর দুই জন দক্ষিন সুদানি। বেশ কিছু শহরে সুদান বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ায় দক্ষিণ সুদান শুক্রবার রাতে কারফিউ জারি করে।
এএফপি জানায়, শনিবার সন্ধ্যায় রাজধানী জুবার রাস্তাঘাট ছিল প্রায় জনশূন্য। সুদানি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ এবং এর চারপাশে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, ছয় শতাধিক সুদানি নাগরিককে নিরাপত্তার স্বার্থে শুক্রবার দক্ষিণ সুদানের আর্মি হেডকোয়ার্টারে নেওয়া হয়েছে। এছাড়া সেন্ট্রাল ইকিউটোরিয়া রাজ্যে ২৭৮ জন পুলিশ হেফাজতে আছে।
২০২৩ সালে সুদানে গৃহযুদ্ধ শুরু হলে অনেক সুদানি নাগরিক দেশ ত্যাগ করে এবং দক্ষিণ সুদানে গিয়ে বসবাস করতে থাকে। গৃহযুদ্ধে সুদানের এক কোটি বিশ লাখ মানুষ বাস্ত্যহারা হয়েছে। দুর্ভিক্ষে মারা গেছে কয়েক হাজার মানুষ।
সূত্র: এএফপি
এসজেড