ঢাকা | বঙ্গাব্দ

তিন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

রেডক্রস সংস্থাটি জানিয়েছে, গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে তিন জিম্মিকে।
  • অনলাইন ডেস্ক | ২০ জানুয়ারি, ২০২৫
তিন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস গাজায় ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা।

তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। প্রতি দফার ইসরায়েলি জিম্মি মুক্তিতে ৩০ জন ফিলিস্তিনি ছাড়া হবে ইসরায়েলের জেল থেকে। সে হিসেবে রোববার সন্ধায় ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হলে, এই তিন জিম্মিকে ছেড়ে দেয় হামাস।


যুদ্ধবিরতি চলাকালীন প্রথম দফায় ৭৩৭ জন ফিলিস্তিনিকে ইসরায়েলি জেল থেকে মুক্তি দেওয়া হবে। পরিবর্তে হামাস ৩৩ জিম্মি ফেরত দেবে। কিন্তু সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, ৩৩ জিম্মির নামের তালিকা আগে প্রকাশ করতে হবে। হামাস আপত্তি না জানিয়ে নাম প্রকাশ করে।  


প্রথমে শোনা গেছে, সকাল সাড়ে ৮টা নাগাদ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু হবে। যে তিন ইসরায়েলি জিম্মির মুক্তি দেওয়া হবে, হামাস তাদের নাম প্রকাশে দেরি করায় সমস্ত প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে। নাম ঘোষণার পরে বেলা সাড়ে ১১টায় যুদ্ধবিরতি শুরু হয়। তার প্রায় ৫ ঘণ্টা পরে ইসরায়েলি জিম্মিদের রেডক্রসের হাতে তুলে দেয় হামাস। স্বেচ্ছাসেবী সংস্থাটি জানিয়েছে, গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে তিন জিম্মিকে।


মুক্তি পাওয়া তিন ইসরায়েলি হলেন— ডোরোন স্টেনব্রিচার, এমিলি দামারি ও রোমি গোনেন। ৩১ বছর বয়সি ডোরোন স্টেনব্রিচার পশু-চিকিৎসা কর্মী। হামাসের হামলার সময়ে নিজের বাড়িতে ছিলেন তিনি। ২৮ বছর বয়সি এমিলি দামারি এক জন ব্রিটিশ-ইসরায়েলি। তাকেও ওই এলাকা থেকে অপহরণ করা হয়। ২৪ বছরের রোমি গোনেন সুপারনোভা ফেস্টিভ্যাল থেকে পালানোর সময়ে হামাসের হাতে বন্দি হন। হামাসের প্রকাশিত ৩৩ জন ইসরায়েলি জিম্মির নামের তালিকা জানিয়েছে ইসরায়েল। 


বন্দি বিনিময় প্রক্রিয়া অনেকটা এগিয়ে যাওয়ার পরেও অবশ্য অনিশ্চয়তার মেঘ কাটছে না। শুরু হওয়ার ঘণ্টাখানেক আগেও উত্তর গাজায় হামলা চালায় ইসরায়েল। হামাস বারবার সতর্ক করেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে তার মাসুল দিতে হবে ইসরায়েলকে। 


এসজেড