বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পুনর্গঠনে দল পুনর্গঠন অত্যন্ত জরুরি। পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশকে অনেক পেছনে নিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, সৎ, মেধাবী এবং পরিশ্রমী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেই বিএনপি দেশ মেরামতের উদ্যোগ নেবে।
আজ সোমবার (২০ জানুয়ারি) লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। এসময় তিনি নিজের প্রাথমিক সদস্যপদও নবায়ন করেন।
তারেক রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার নেতাকর্মীদের স্বীকৃতি দেওয়া এবং পুরনোদের উজ্জীবিত করতে সদস্যপদ নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দল পুনর্গঠন ছাড়া রাষ্ট্র মেরামত সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, দুর্বলতা কাটিয়ে সৎ ও মেধাবীদের নিয়ে কার্যক্রম এগিয়ে নিতে হবে।
তিনি জানান, এ বছর বিএনপি ৪১ লাখ সদস্যপদ নবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে নতুন সদস্য সংগ্রহ অভিযান বন্ধ রাখা হয়েছে।
তারেক রহমান আরও বলেন, রাষ্ট্রের বিভিন্ন সংকট নিরসনে সৎ, মেধাবী এবং ত্যাগীদের ভূমিকা অপরিহার্য। বিএনপি দল পুনর্গঠনের মাধ্যমে সেই সংকট সমাধানে উদ্যোগী হবে।
thebgbd.com/AR