পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে অবশেষে বঞ্চিত উপসচিবরা যুগ্ম সচিব পদে পদোন্নতির সুযোগ পাচ্ছেন। প্রশাসন ক্যাডারসহ অন্য ২৫টি ক্যাডারের ১৩ থেকে ২২তম ব্যাচের যেসব উপসচিব এতদিন পদোন্নতির বাইরে ছিলেন, তাদের জন্য এ সুখবর। একইসঙ্গে প্রশাসনের ২২তম ব্যাচের কয়েকজন উপসচিবও এই পদোন্নতির আওতায় আসবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যেই এই কর্মকর্তারা তাদের প্রত্যাশিত পদোন্নতি পাবেন।
সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
অতিরিক্ত সচিব জানান, ২৫টি ক্যাডারের সব উপসচিব এবং প্রশাসনের ২২তম ও ২৪তম ব্যাচের উপসচিবদের পদোন্নতির বিষয়টি একসঙ্গে চূড়ান্ত করা হবে।
মো. ওবায়দুর রহমান আরও জানান, ডিসেম্বরে পদোন্নতি দেওয়ার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে সকল প্রক্রিয়া ঠিকঠাক চললে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে এটি বাস্তবায়িত হবে। এছাড়া প্রশাসনের ২৪তম রেগুলার ব্যাচের উপসচিবদের পদোন্নতির কাজও দ্রুত এগিয়ে চলছে, এবং তারাও একইসঙ্গে পদোন্নতি পাবেন।
thebgbd.com/NIT