ঢাকা | বঙ্গাব্দ

একদলীয় শাসন ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদের জন্ম দেয়: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা একদলীয় শাসন ও একব্যক্তির একঘেয়েমি শাসন চাই না।
  • নিজস্ব প্রতিবেদক | ২১ জানুয়ারি, ২০২৫
একদলীয় শাসন ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদের জন্ম দেয়: এ্যানি কোকো স্মৃতি টি-টোয়ান্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা একদলীয় শাসন ও একব্যক্তির একঘেয়েমি শাসন চাই না। এ শাসন ব্যবস্থা ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদী শাসনের জন্ম দেয়।


মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়ান্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


এ্যানি বলেন, ‘তারেক রহমান বলেছেন, আমরা যারা দুর্বার আন্দোলন করেছি, সংগ্রাম করেছি ও যুগপৎ আন্দোলন করেছি তাদের সবাইকে নিয়ে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করবো। ফলে তিনি ৩১ দফা দিয়েছেন। আর এ ৩১ দফার মধ্যে পাওয়ার অব ব্যালেন্সের কথা রয়েছে। পরপর দুবার কেউ প্রধানমন্ত্রী হবেন না সেই কথা পর্যন্ত বলা আছে। ৭০ অনুচ্ছেদে একজন পার্লামেন্ট মেম্বার যাতে তার মতামত প্রকাশ করতে পারেন, তার স্বাধীনতার কথা বলা আছে। সেটারই সংস্কার চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’


এ্যানি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের ফসল। কিন্তু এ সরকারের কাছে প্রত্যাশার জায়গা বেশি। যারা খুন, অত্যাচার-নির্যাতন ও নিপীড়ন করেছে তাদের বিচার চাই। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার চাই।’


সরকারের কাছে দাবি জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘দেশে স্থিতিশীলতার জন্য বাংলাদেশে একটি স্বাভাবিক রাজনীতি দরকার। এক দিকে সংস্কার চলবে। কারণ বিগত সরকার দেশটাকে পিছিয়ে দিয়েছে। সেখান থেকে উদ্ধার করে জায়গা মত আনতে হলে যেমন সংস্কারের দরকার, তেমনি জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন।’


এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন চৌধুরী কামরুল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবদুর রব শামিম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাহবুব আল মামুন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ অনেকে।


কলেজ রোড ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়ান্টি ক্রিকেট টুর্নামেন্টে ৩০টি দল অংশ নেয়। উদ্বোধনী ম্যাচে মোবারক কলোনি ক্লাব ও ড্রিম একাদশ দল অংশগ্রহণ করেন।


thebgbd.com/NIT