ঢাকা | বঙ্গাব্দ

বাণিজ্যের সঙ্গে রাজনীতি মেলাতে চায় না সরকার: আলী ইমাম মজুমদার

উপদেষ্টা বলেন, পাশ্ববর্তী দেশ থেকে খাদ্যপণ্য আমদানি করা সহজ ও লাভজনক।
  • নিজস্ব প্রতিবেদক | ২১ জানুয়ারি, ২০২৫
বাণিজ্যের সঙ্গে রাজনীতি মেলাতে চায় না সরকার: আলী ইমাম মজুমদার সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বাণিজ্যের সঙ্গে রাজনীতি মেলাতে চায় না সরকার।


আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বন্দরে মিয়ানমার থেকে আমদানি করা চাল খালাস কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


উপদেষ্টা বলেন, পাশ্ববর্তী দেশ থেকে খাদ্যপণ্য আমদানি করা সহজ ও লাভজনক। সরকার ভারত, পাকিস্তান, মিয়ানমার ও ভিয়েতনাম থেকে এ বছর নয় লাখ মেট্রিক টন চাল আমদানি করবে। ইতোমধ্যে মিয়ানমার ও ভারত থেকে প্রায় ৫০ হাজার টন চাল এসেছে। পাকিস্তান থেকেও ৫০ হাজার টন আসবে।


আলী ইমাম মজুমদার বলেন, চাল আমদানির কারণে বাজারে মোটা চালের দাম ৫ টাকা কমেছে। এছাড়া, রমজান মাসে সারাদেশে ৫০ লাখ মানুষের জন্য একটি খাদ্যবান্ধব কর্মসূচি হাতে নেয়ার কথাও জানান তিনি।


এর আগে, সোমবার (২০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়, খাদ্য মন্ত্রণালয়েরর পাশাপাশি এখন থেকে ভূমি মন্ত্রণালয়ও সামলাবেন আলী ইমাম মজুমদার।



thebgbd.com/AR