ঢাকা | বঙ্গাব্দ

সালজবুর্গের বিপক্ষে রিয়ালের সহজ জয়

সালজবুর্গের বিপক্ষে সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
  • নিজস্ব প্রতিবেদক | ২৩ জানুয়ারি, ২০২৫
সালজবুর্গের বিপক্ষে রিয়ালের সহজ জয় সালজবুর্গের বিপক্ষে গোল করেছেন এমবাপ্পে।

চলতি চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের ফর্ম সেরাদের মতো নেই। ধারাবাহিকতার অভাব দেখা পাওয়া গেছে আনচেলত্তির দলের মাঝে। তবে বুধবার (২২ জানুয়ারি) অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গের বিপক্ষে সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। 


সালজবুর্গের বিপক্ষে রিয়ালের ম্যাচটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। তবে এই ম্যাচে হোঁচট খায়নি আনচেলত্তির দল। অস্ট্রিয়ান ক্লাবটিতে স্রেফ উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। প্রথম হাফে দুইটি আর দ্বিতীয় হাফে তিনটি গোল করে রিয়াল মাদ্রিদ।


গোলের শুরুটা করেন রদ্রিগো। বেলিংহ্যামের পাস থেকে ম্যাচের ২৩তম মিনিটে রিয়ালকে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান। রিয়ালের দ্বিতীয় গোলটিও আসে এই জুটি থেকেই। ৩৪তম মিনিটে বেলিংহ্যামের ব্যাকহিল থেকে গোল করেন রদ্রিগো। দ্বিতীয় হাফের শুরুতেই দলকে তিন গোলের লিড এনে দেন এমবাপ্পে।


৫৮তম মিনিটে গোলের খাতায় নাম লেখান ভিনিসিউস। রিয়ালের শেষ গোলটিও আসে ভিনির পা থেকেই ৭৭তম মিনিটে। ম্যাচের ৮৫তম মিনিটে সান্ত্বনার গোল পায় সালজবুর্গ। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে উঠে এলে রিয়াল মাদ্রিদ।


thebgbd.com/NIT