ঢাকা | বঙ্গাব্দ

ফিলিপাইনে ৫.৮ মাত্রার ভূমিকম্প

উদ্ধারকর্মী রোক্সান স্যান্ডোভাল এএফপিকে জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
  • অনলাইন ডেস্ক | ২৩ জানুয়ারি, ২০২৫
ফিলিপাইনে ৫.৮ মাত্রার ভূমিকম্প ফিলিপাইনের দক্ষিণ লেইত প্রদেশে ভূমিকম্প।

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ফিলিপাইনের দক্ষিণ লেইত প্রদেশে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের ফলে ভবন এবং ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছেন। ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


ইউএসজিএস জানিয়েছে, প্রদেশের সান ফ্রান্সিসকো শহরের ২৫ কিলোমিটার (১৬ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। শহরের উদ্ধারকর্মী রোক্সান স্যান্ডোভাল এএফপিকে জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে তাদের পৌর ভবনের দেয়ালে বিশাল ফাটল দেখা গেছে। স্যান্ডোভাল বলেন, এটি শক্তিশালী ভূমিকম্প ছিল এবং কম্পন প্রায় এক মিনিট পর্যন্ত স্থায়ী হয়। স্যান্ডোভাল বলেন, রাস্তাঘাট এবং ঘরবাড়ির ক্ষতির তীব্রতা পরীক্ষা করার জন্য একটি দল মোতায়েন করা হয়েছে।


প্রশান্ত মহাসাগরীয় ’রিং অফ ফায়ার’ এর পাশে, জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত তীব্র ভূমিকম্প এবং আগ্নেয়গিরির বৃত্তে অবস্থিত ফিলিপাইনে ভূমিকম্প নিত্যনৈমিত্তিক ঘটনা। বেশিরভাগ ভূমিকম্পই এতটাই দুর্বল যে মানুষ তা অনুভব করতে পারে না, কিন্তু শক্তিশালী এবং ধ্বংসাত্মক ভূমিকম্পগুলো এলোমেলোভাবে আসে এবং কখন এবং কোথায় ঘটবে তা ভবিষ্যদ্বাণী করার জন্য কোনও প্রযুক্তি নেই।