ঢাকা | বঙ্গাব্দ

গাজার ধ্বংসস্তূপ থেকে দুই শতাধিক লাশ উদ্ধার

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় ত্রাণ প্রবেশ করেছে, পাশাপাশি ধ্বংসস্তুপ সড়ানোর কাজও শুরু করেছে স্বেচ্ছাসেবকরা।
  • অনলাইন ডেস্ক | ২৩ জানুয়ারি, ২০২৫
গাজার ধ্বংসস্তূপ থেকে দুই শতাধিক লাশ উদ্ধার ধ্বংসস্তুপ সড়াচ্ছে স্বেচ্ছাসেবকরা।

গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর ধ্বংসস্তূপে পরিণত ভবনের নিচ থেকে ২১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকায় ৫ হাজার নারী ও শিশুসহ ১৪,২০০ জনেরও বেশি অধিবাসী এখনও নিখোঁজ। আল জাজিরা টেলিভিশন চ্যানেল এই খবর জানিয়েছে।


যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় ত্রাণ প্রবেশ করেছে, পাশাপাশি ধ্বংসস্তুপ সড়ানোর কাজও শুরু করেছে স্বেচ্ছাসেবকরা। তবে আন্তর্জাতিক সাহায্য বা আধুনিক যন্ত্রপাতি ছাড়া ধ্বংসস্তুপ সড়ানো এবং নিচে চাপা পড়ে থাকা মৃতদেহ খোঁজা বা বের করা অনেকটাই কষ্টসাধ্য এবং সময়সাপেক্ষ। এরইমধ্যে গাজা থেকে রেডক্রস এ বিষয়ে আন্তর্জাতিক মহলের কাছে সাহায্য চেয়েছে।


১৫ জানুয়ারি মধ্যস্থতাকারীরা ঘোষণা দেয়, ইসরায়েল ও হামাস গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। উভয় পক্ষ বন্দি বিনিময়ও করেছে। হামাস যোদ্ধারা তিন ইসরায়েলিকে মুক্তি দেয়ার বিনিময়ে ইসরাইলও ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়। চুক্তি অনুযায়ী প্রথম দফায় ৪২ দিনে হামাস ৩৩ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়ার বিনিময়ে ইসরাইল কয়েকশ’ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিবে। গত ১৯ জানুয়ারি রোববার থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। 


সূত্র: আল জাজিরা


এসজেড