লন্ডনে ১৭ দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টা) তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। তিনি সেখান থেকেই চিকিৎসা নেবেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার লন্ডনের ক্লিনিকের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, লিভার প্রতিস্থাপন নিয়ে চিকিৎসকরা এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তার শারীরিক অবস্থা ও বয়স বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত ওষুধের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যেতে লন্ডন ক্লিনিক ও যুক্তরাষ্ট্রের জনস হপকিনস মেডিকেল কলেজের চিকিৎসকরা একমত হয়েছেন।
লন্ডনের কিংস কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়াকে দেখে পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দেন। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পান।
৭৯ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি গত ৮ জানুয়ারি লন্ডনে যান এবং সেখানে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন ছিলেন।
thebgbd.com/NA