ঢাকা | বঙ্গাব্দ

শেখ হাসিনার ধ্বংস করা প্রতিষ্ঠানগুলো সংস্কারের আগে নির্বাচন নয়: মাহফুজ আলম

উপদেষ্টা আরও জানান, নূন্যতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৫ জানুয়ারি, ২০২৫
শেখ হাসিনার ধ্বংস করা প্রতিষ্ঠানগুলো সংস্কারের আগে নির্বাচন নয়: মাহফুজ আলম উপদেষ্টা মাহফুজ আলম।

দেশের মাটিতে আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, শেখ হাসিনার ধ্বংস করা প্রতিষ্ঠানগুলোর সংস্কার করে তবেই নির্বাচন দেয়া হবে।


শনিবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে অভ্যর্থনা জানানোর সময় এই কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম।


উপদেষ্টা আরও জানান, নূন্যতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। তাই সংস্কার কমিশনগুলোর পরামর্শ নিয়ে আগে সংস্কার করা হবে।


এসময় মাহফুজ আরও বলেন, ১৯৭৫ সালে শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগ ফেরত আসলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। তাই এই দেশে আর কোনো বাকশালের সুযোগ দেয়া হবে না। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতা আসবে তারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে।


thebgbd.com/NIT