দশম শ্রেণির ছাত্রীকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিয়েছে এক বাঁদর! বাড়ির উঠোনে পড়ে মাথায় চোট পায় ওই কিশোরী। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কিশোরীর পরিবারসহ পুরো গ্রামে।
বিহারের সিওয়ান জেলার ভগবানপুর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। মঘার গ্রামের বাসিন্দা প্রিয়া কুমার গ্রামেরই স্কুলে দশম শ্রেণিতে পড়ত। সামনে তার মাধ্যমিক পরীক্ষা। শনিবার দুপুরে সে বাড়ির ছাদে পড়াশোনা করছিল। শীতের দুপুরে রোদ পোহাতে গিয়ে যে এমন বিপদ নামবে, ভাবতে পারেনি কিশোরী প্রিয়া। আচমকা ছাদে চলে আসে বাঁদরের দল। ভয় পেয়ে ছাদ থেকে সিঁড়ির কাছেও যেতে পারেনি সে।
বাঁদরগুলি প্রিয়াকে বার বার আক্রমণ করছিল। গ্রামের লোকজন তাদের বাড়ির সামনে জড়ো হয়ে নীচ থেকে চিৎকার করেন। পিছিয়ে ছাদের একেবারে ধারে চলে যায় প্রিয়া। একটি বাঁদর তাকে সজোরে ধাক্কা মারে। ভারসাম্য রাখতে না পেরে ছাদ থেকে পড়ে যায়। মাথার পিছনে গুরুতর আঘাত পায় সে। রক্তাক্ত অবস্থায় তাকে সিওয়ান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
গ্রামবাসীদের অভিযোগ, কয়েক দিন ধরে এলাকায় বাঁদরের উৎপাত বেড়েছে। পথচলতি মানুষও বাঁদরের উৎপাতে অতিষ্ঠ। জানলা দিয়ে বাড়িতে ঢুকে পড়া থেকে শুরু করে যখন-তখন আক্রমণ লেগেই আছে। ভগবানপুর থানার এসএইচও সুজিত কুমার চৌধরি জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে তারা গ্রামে যান। কিন্তু কিশোরীর পরিবার ময়নাতদন্তে সম্মতি দেয়নি। থানায় কোনও অভিযোগও দায়ের করেনি।
সূত্র: এনডিটিভি
এসজেড