ঢাকা | বঙ্গাব্দ

সম্পর্কে সম্মতি কোনও ধরনের হেনস্থার লাইসেন্স নয়

পুলিশ কর্মকর্তা বিরুদ্ধে হেনস্থা ও ধর্ষণের অভিযোগ করেন মহিলা। পাস্পরিক সম্মতির সাপেক্ষেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে।
  • অনলাইন ডেস্ক | ২৬ জানুয়ারি, ২০২৫
সম্পর্কে সম্মতি কোনও ধরনের হেনস্থার লাইসেন্স নয় ধর্ষণের অভিযোগ খারিজ করেছে কর্নাটক হাইকোর্ট।

সম্পর্কে উভয় পক্ষের সম্মতি রয়েছে। কিন্তু তারমানে এই নয়, একে অপকে যখন ইচ্ছা হেনস্থা করতে পারবেন। সম্পর্কের সম্মতি হেনস্থার লাইসেন্স দিয়ে দেয় না। একটি মামলায় এমনটাই রায় দিয়েছে কর্নাটক হাইকোর্ট। এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হেনস্থা এবং ধর্ষণের অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হন মহিলা। তাদের মধ্যে পারস্পরিক সম্মতির সাপেক্ষেই দৈহিক সম্পর্ক গড়ে উঠে। সেই কারণে ধর্ষণের অভিযোগ খারিজ করে দিয়েছে আদালত। তবে সেই সঙ্গে হেনস্থা সংক্রান্ত ওই মন্তব্যও করেছে।


মামলাকারী এক পুলিশ কনস্টেবলের স্ত্রী। তার সঙ্গে অন্য এক পুলিশ কর্মকর্তার বিবাহ-বহির্ভূত দৈহিক সম্পর্ক গড়ে উঠে। পরে ওই কর্মকর্তার বিরুদ্ধে হেনস্থা, ধর্ষণ এমনকি হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করেন মহিলা। ২০১৭ সালে তাদের পরিচয় ও সম্পর্ক। ২০২১ সালে অভিযোগ দায়েরের পর ওই মহিলাকে ভয় দেখানো এবং হুমকি দেওয়ার অভিযোগ ওঠে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। পরে তাকে হোটেলে ডেকে আবার ধর্ষণ করা হয় বলে আদালতে জানিয়েছেন মহিলা। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়।


আদালতে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা জানান, তিনি নির্দোষ। তাদের মধ্যে দৈহিক সম্পর্ক পারস্পরিক সম্মতির ভিত্তিতে গড়ে উঠে, ফলে ধর্ষণের প্রশ্নই ওঠে না। যা ঘটেছে, উভয়ের সম্মতিতেই ঘটেছে বলে আদালতে দাবি করেন অভিযুক্ত।


কর্নাটক হাই কোর্টের বিচারপতি এম নাগপ্রসন্ন উভয় পক্ষের বক্তব্য শুনে তাদের সম্পর্ক যে সম্মতিপূর্ণ ছিল, তা মেনে নিয়েছেন। ধর্ষণের অভিযোগ খারিজ করে দিয়েছেন বিচারপতি। কিন্তু হেনস্থার অন্য অভিযোগগুলি তিনি বহাল রেখেছেন এবং তদন্তপ্রক্রিয়া চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণ, সম্পর্কে উভয়েরই সম্মতি ছিল। কিন্তু অভিযুক্তের কিছু কিছু আচরণে মামলাকারীর সম্মতি ছিল না। তিনি সম্পর্কে সম্মতি দিয়েছেন মানেই যখন ইচ্ছা হেনস্থা করার লাইসেন্সও দিয়ে দিয়েছেন, বিষয়টি তেমন নয়। সম্মতিপূর্ণ সম্পর্কেও যা খুশি করা যায় না।


সূত্র: এনডিটিভি


এসজেড