ঢাকা | বঙ্গাব্দ

ডিসেম্বরে নির্বাচন আয়োজনের আভাস সিইসির

নির্বাচন কমিশনের প্রধান এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, খুব শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কোনো পরিকল্পনা নেই।
  • নিজস্ব প্রতিবেদক | ২৬ জানুয়ারি, ২০২৫
ডিসেম্বরে নির্বাচন আয়োজনের আভাস সিইসির ফাইল ছবি

নির্বাচন কমিশনের প্রধান এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, খুব শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, স্থানীয় সরকারের ভোট পরিচালনার জন্য কমিশন এখনো প্রস্তুতি শুরু করেনি।  


নাসির উদ্দিন জানান, এই ধরনের নির্বাচন সম্পন্ন করতে প্রায় এক বছর সময় লাগে। এছাড়া স্থানীয় সরকারের নির্বাচনের জন্য আলাদা ভোটার তালিকা প্রয়োজন হয়। তার মতে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ও দ্রুত নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত নয়।  


আজ রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটে সাংবাদিকদের সংগঠন আরএফইডি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  


ডিসেম্বরে জাতীয় নির্বাচন নিয়ে নাসির উদ্দিন বলেন, অক্টোবরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হলে ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তিনি আরও জানান, বর্ষাকালে বা জুন মাসে এর আগে নির্বাচন আয়োজন করা হয়নি। সুতরাং কমিশন ডিসেম্বরকে কেন্দ্র করেই পরিকল্পনা করছে।  


এদিকে, নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়ে সিইসি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে কমিশনের স্বাধীনতা ব্যাহত হতে পারে। সংসদীয় স্থায়ী কমিটির কাছে নিয়মিত জবাবদিহির প্রস্তাবকেও তিনি কমিশনের স্বাধীন কাজের জন্য বাধা বলে উল্লেখ করেন।  


তত্ত্বাবধায়ক সরকারের মতো নির্দিষ্ট আইন-কানুন মেনে নির্বাচন কমিশন তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে পারত উল্লেখ করে সিইসি বলেন, আইনি জটিলতা দ্রুত নিরসন করতে হবে। এছাড়া রাজনৈতিক দলগুলোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কেও নির্দেশনা প্রয়োজন। তবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা তা রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত বলে তিনি মতামত দেন।  


নির্বাচনের সময় শুধু পুলিশ নয়, জনগণের উপর ভরসা করার কথাও বলেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি অন্যায় প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


thebgbd.com/NIT