ঢাকা | বঙ্গাব্দ

গাজাবাসীরা বাড়ি ফিরতে পারবে: ইসরায়েল

আরবেল ইয়েহুদ নামের একজন সাধারণ নারী বন্দী মুক্তি না পাওয়া পর্যন্ত তারা গাজার উত্তরে ফিলিস্তিনিদের ফিরতে দেবে না।
  • অনলাইন ডেস্ক | ২৭ জানুয়ারি, ২০২৫
গাজাবাসীরা বাড়ি ফিরতে পারবে: ইসরায়েল গাজার উত্তরে প্রবেশ করতে চাওয়া ফিলিস্তিনিদের ভির।

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় গাজার বাসিন্দারা সোমবার থেকে গাজার উত্তরে তাদের বাড়িতে ফিরতে পারবেন বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তরের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়।


১৫ মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্য নিয়ে করা যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও বন্দি-বিনিময় হবে। ইসরায়েল আগে গাজার উত্তরে ফিরতে চাওয়া ফিলিস্তিনিদের আটকে দিচ্ছিল। তারা অভিযোগ করে, হামাস যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে এবং সাধারণ নারী বন্দীদের মুক্তি দেয়নি।


নেতানিয়াহুর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, হামাস পিছু হটেছে এবং আগামী বৃহস্পতিবার অতিরিক্ত এক ধাপে জিম্মি মুক্তির কাজ সম্পন্ন করবে। এতে আরও বলা হয়েছে ওই দিন তিনজন বন্দি মুক্তি পাবে এবং শনিবার আরও তিনজনকে মুক্তি দেওয়া হবে। গাজায় সড়কগুলোতে বিপুল যানজট সৃষ্টি হয়েছে, বিশেষ করে নেতজারিম করিডরের কাছে, যেখানে বাধা দিয়ে যান চলাচল বন্ধ রেখেছে ইসরায়েল।


ইসরাইল জানায়, আরবেল ইয়েহুদ নামের একজন সাধারণ নারী বন্দী মুক্তি না পাওয়া পর্যন্ত তারা গাজার উত্তরে ফিলিস্তিনিদের ফিরে যাওয়ার পথ বন্ধ রাখবে। তিনি বৃহস্পতিবার মুক্তি পাবেন বলে নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে। হামাস জানিয়েছে, উত্তরে ফিরে যাওয়ার পথ বন্ধ করা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন, এবং তারা ইয়েহুদের মুক্তির জন্য ‘সব প্রয়োজনীয়’ নিশ্চয়তা দিয়েছে।


সূত্র: আল জাজিরা


এসজেড