খাওয়া শেষে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ আদর্শ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, খাবার এবং জীবনের সব নেয়ামত আল্লাহর দান। রাসূলুল্লাহ (সা.) খাওয়ার শেষে কৃতজ্ঞতা প্রকাশ করতেন এবং উম্মতকে শিখিয়েছেন কীভাবে শোকর আদায় করতে হয়।
খাওয়ার শেষে যে দোয়া পড়া সুন্নত, তা হলো:
"আলহামদু লিল্লাহিল্লাযি আতআমানি হাজা, ওয়া রাযাকানিহি, মিন গাইরি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ।"
উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাযি আতআমানি হাজা, ওয়া রাযাকানিহি, মিন গাইরি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ।
অর্থ: "সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এই খাবার খাইয়েছেন এবং আমাকে তা দান করেছেন, আমার কোনো শক্তি বা সামর্থ্য ছাড়া।"
এই দোয়া পড়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, খাবার খাওয়ার শক্তি এবং রিজিক পাওয়ার সবকিছুই আল্লাহর ইচ্ছায় সম্ভব হয়েছে।
খাওয়ার পর শোকর আদায় করার মাধ্যমে আমাদের অন্তরে বিনয় এবং কৃতজ্ঞতার অনুভূতি জন্মায়। এটি আল্লাহর প্রতি আমাদের দায়িত্ববোধ জাগ্রত করে এবং নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে আমরা আরও বেশি বরকত লাভ করি। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ শোকরগুজার বান্দাকে ভালোবাসেন।
তাই প্রতিদিন খাবার শেষে এই দোয়া পড়ে এবং আন্তরিকভাবে আল্লাহকে ধন্যবাদ জানিয়ে শোকর আদায় করা উচিত।
thebgbd.com/NA