ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিয়াজ আহমদ খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া ফটোকার্ড ব্যবহার করে গুজব ছড়ানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফেসবুকে যমুনা টেলিভিশনের একটি ভুয়া ফটোকার্ড ব্যবহার করে প্রচার করা হয়েছে, “ছাত্রদের কাছে দুঃখ প্রকাশের কিছু নেই, তারা বেয়াদব-ঢাবি উপাচার্য” শীর্ষক একটি মিথ্যা তথ্য।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপাচার্যের বক্তব্যের কোনো পর্যায়েই এ ধরনের কোনো উক্তি তিনি করেননি। এই মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের গুজবের তীব্র নিন্দা জানিয়ে বলে, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে অপপ্রচার চালানোর একটি পরিকল্পিত চেষ্টা। ছাত্রসমাজসহ সকল অংশীজনকে গুজবে কান না দেওয়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
thebgbd.com/NA