ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রামেও ট্রেন বন্ধ ভোগান্তিতে যাত্রীরা

সকালে কুড়িগ্রাম রেলস্টেশনে গিয়ে দেখা যায়, রাতের ট্রেন সকাল ৭টায় পৌঁছানোর কথা থাকলেও তা পৌঁছায়নি।
  • নিজস্ব প্রতিবেদক | ২৮ জানুয়ারি, ২০২৫
কুড়িগ্রামেও ট্রেন বন্ধ ভোগান্তিতে যাত্রীরা সংগৃহীত

রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রভাব পড়েছে কুড়িগ্রামে। ট্রেন চলাচল বন্ধ থাকায় আজ মঙ্গলবার সকাল থেকেই ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 


সকালে কুড়িগ্রাম রেলস্টেশনে গিয়ে দেখা যায়, রাতের ট্রেন সকাল ৭টায় পৌঁছানোর কথা থাকলেও তা পৌঁছায়নি। অনলাইনে বা কাউন্টারে টিকিট কেনা যাত্রীরা সকালে ট্রেনের আশায় স্টেশনে এসে ফিরে গেছেন। আবার অনেকে এখনও ট্রেনের আশায় বসে আছেন।


কুড়িগ্রাম সদর উপজেলার সৈনিক পাড়া রাকিব বলেন, ‘সকাল ৭টায় ঢাকার উদ্দেশে  কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে এসেছি। ৯টা পর হলেও এখন রাতের ট্রেন না আশায় ভোগান্তিতে পড়লাম। স্টেশন মাস্টার বলছে, ১১টার দিকে ট্রেন আসবে, ট্রেন আসলে সিদ্ধান্ত হবে ওই ট্রেন ঢাকা যাবে কিনা।’


এ বিষয়ে কুড়িগ্রাম রেল কর্মকর্তা মো. বাবলু জানান, ‘ট্রেন ৭টার দিকে আসার কথা এখনও বিলম্ব। অনেক যাত্রী ট্রেন বন্ধের খবরে চলে গেছে। কেউ অপেক্ষায় আছে। তবে যারা ট্রেনের টিকেট কেটেছে তাদের টাকা ফেরত দেওয়া হবে।’


thebgbd.com/NIT