ঢাকা | বঙ্গাব্দ

চিলিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিহত ৬

উদ্ধারকৃত এক যাত্রী জানিয়েছেন, হঠাৎ করেই নৌকায় পানি উঠতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই ডুবে যায়।
  • অনলাইন ডেস্ক | ২৮ জানুয়ারি, ২০২৫
চিলিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিহত ৬ উদ্ধারকাজ চলছে।

চিলির প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওসোর্নো প্রদেশের সান জুয়ান এলাকায় পর্যটকবাহী ইঞ্জিনচালিত বড় একটি নৌকা ডুবে গেলে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। চিলির রাজধানী সান্তিয়াগো থেকে ৯শ’৬০ কিলোমিটার দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় নিখোঁজ এক যাত্রীর জন্য উদ্ধারকারী নৌযানগুলো এখনও সন্ধান চালিয়ে যাচ্ছে।


কাঠের তৈরি বড় নৌকাটিতে ক্রুসহ ৩৪জন যাত্রী ছিল। ন্যাশনাল ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড রেসপন্স সার্ভিস এর আগে দুর্ঘটনার পর ৪ জনের মৃত্যু, ৩ জন নিখোঁজ এবং ২৭ জন জীবিত থাকার কথা জানিয়েছে। উদ্ধারকৃত এক যাত্রী জানিয়েছেন, হঠাৎ করেই নৌকায় পানি উঠতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই ডুবে যায়।


ওসোর্নোর প্রধান প্রসিকিউটর স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, নৌকার মালিককে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, মোটর চালিত নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে নৌকাটি পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। 


সূত্র: স্কাই নিউজ


এসজেড