ঢাকা | বঙ্গাব্দ

জুলাই বিপ্লবে আহত ৬ জনকে পাঠানো হলো থাইল্যান্ড

জুলাই বিপ্লবে আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৯ জানুয়ারি, ২০২৫
জুলাই বিপ্লবে আহত ৬ জনকে পাঠানো হলো থাইল্যান্ড ছবি : সংগৃহীত।

জুলাই বিপ্লবে আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বেলা ১১টায় তারা রওনা হন।


সরকার তাদের সুচিকিৎসার জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে, এবং বিদেশ থেকে চিকিৎসক টিমও আনা হয়েছে। এ পর্যন্ত ২২ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, তার মধ্যে এই ছয়জন থাইল্যান্ড গেলেন।


এই ছয়জনের মধ্যে তিনজন সিএমএইচ ও তিনজন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। তাদের থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে নেওয়া হবে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, যেমন মোহাম্মদ ইসরাফিল, রোমান ঢালী ও তাহসিন হোসেন, যাদের স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে এবং রোবোটিক ফিজিওথেরাপির জন্য পাঠানো হচ্ছে। এছাড়া, রাজিবের মাথায় গুলি লেগেছে এবং মিজানুর রহমানের মুখে গুলি লেগেছে, তাদেরও চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে।


এছাড়া, গতকাল সিঙ্গাপুরে চোখের চিকিৎসার জন্য আরও দুজনকে পাঠানো হয়েছে, এর আগে চোখের চিকিৎসার জন্য সাতজনকে সিঙ্গাপুর পাঠানো হয়েছিল।


thebgbd.com/NA