ঢাকা | বঙ্গাব্দ

শিবলী রুবাইয়াতসহ ৯ জনের পাসপোর্ট বাতিল

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ নয়জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার।
  • নিজস্ব প্রতিবেদক | ২৯ জানুয়ারি, ২০২৫
শিবলী রুবাইয়াতসহ ৯ জনের পাসপোর্ট বাতিল ছবি : সংগৃহীত।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ নয়জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিএসইসির দায়িত্বে থাকার সময় শেয়ারবাজারে অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন। তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের সম্পদের অনুসন্ধান করছে।


পাসপোর্ট বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে সাবেক বিএসইসি কমিশনার, নির্বাহী পরিচালক, পরিচালক ও অতিরিক্ত পরিচালকরা আছেন। এসব কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা শেয়ারবাজারের লুটপাটে সহায়তা করেছেন। এর আগে, ৯ অক্টোবর আদালত শিবলী রুবাইয়াতের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।


শিবলী রুবাইয়াত ২০২০ সালের ১৭ মে বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এবং ২০২৩ সালের ১৬ মে দ্বিতীয় মেয়াদে পুনর্নিয়োগ পান। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ১০ আগস্ট পদত্যাগ করেন এবং বিশ্ববিদ্যালয়ে ফিরে যান। শিবলী রুবাইয়াত ও তার ছেলের ব্যাংক হিসাব এবং বিও হিসাব স্থগিত করা হয়েছে।


thebgbd.com/NA