ঢাকা | বঙ্গাব্দ

আইএসকে সহায়তা দিচ্ছে পাকিস্তান: তালেবান

পাকিস্তানের কিছু গোষ্ঠীর সহায়তায় বেলুচিস্তান প্রদেশ ও খাইবার পাকতুনখোয়া অঞ্চলে আস্তানা গড়ে তুলেছে আইএস।
  • অনলাইন ডেস্ক | ২৯ জানুয়ারি, ২০২৫
আইএসকে সহায়তা দিচ্ছে পাকিস্তান: তালেবান আইএসকে সহায়তা দিচ্ছে পাকিস্তান।

আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে জঙ্গি গোষ্ঠী আইএস ও অন্যান্য অস্থিতিশীলতা সৃষ্টিকারী সন্ত্রাসী সংগঠনগুলোর নানাবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করছে পাকিস্তান। আফগান সরকারের নিরাপত্তা বিষয়ক বার্ষিক এক প্রতিবেদনে এই অভিযোগ করা হয়। আফগান সংবাদমাধ্যম ‘খামা প্রেস’ এই খবর জানিয়েছে।


পাকিস্তানের সঙ্গে তুমুল উত্তেজনার মধ্যে নিরাপত্তা বিষয়ক এই প্রতিবেদন প্রকাশ করে আফগান সরকারের ‘দ্য সেন্ট্রাল কমিশন ফর সিকিউরিটি অ্যান্ড পার্জিং অব দ্য তালেবান।’ প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গি গোষ্ঠী আইএস ও অন্যান্য অস্থিতিশীলতা সৃষ্টিকারী গোষ্ঠীর সদস্যরা পাকিস্তানের স্থানীয় কিছু গোষ্ঠীর সহায়তায় দেশটির বেলুচিস্তান প্রদেশ ও উপজাতি অধ্যুসিত খাইবার পাকতুনখোয়া অঞ্চলে আস্তানা গড়ে তুলেছে। 


সূত্র: দ্য ডন


এসজেড