ঢাকা | বঙ্গাব্দ

তিন পর্বেই বিশ্ব ইজতেমা

এবারের বিশ্ব ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৯ জানুয়ারি, ২০২৫
তিন পর্বেই বিশ্ব ইজতেমা সংগৃহীত

এবারের বিশ্ব ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম দুই পর্ব আয়োজন করছে শুরায়ে নেজাম (মাওলানা জুবায়েরপন্থিরা), আর তৃতীয় পর্ব আয়োজন করবে সাদপন্থিরা।


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন আজ জানিয়েছেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তারিখ নির্ধারিত হলেও কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি, বরং মৌখিকভাবে দিনক্ষণ ঠিক করা হয়েছে।


প্রথম পর্ব শুরু হবে ৩১ জানুয়ারি এবং শেষ হবে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে। এরপর ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি শেষ হবে দ্বিতীয় পর্ব। যদিও জুবায়ের অনুসারীদের এক পর্বে ইজতেমা করার কথা ছিল, তারা দুই পর্বে করার সিদ্ধান্ত নিয়েছে।


তৃতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৪-১৬ ফেব্রুয়ারি, যা পরিচালনা করবেন মাওলানা সাদ অনুসারীরা। বিশ্ব ইজতেমার প্রস্তুতি প্রায় শেষ, এবং ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা টঙ্গীর তুরাগ তীরে আসতে শুরু করেছেন।


thebgbd.com/NIT