গভীর পানিতে বসবাসকারী সামুদ্রিক হাঙরের নিরাপত্তা ও সাদা কচ্ছপের বাসস্থান রক্ষাকল্পে দ্বীপরাষ্ট্র মার্শাল দ্বীপপুঞ্জ সেদেশের সামুদ্রিক সীমানাকে জাতীয় সামুদ্রিক অভয়ারণ্য ঘোষণা করেছে। খবর এএফপি’র।
এ প্রসঙ্গে মার্শাল দ্বীপমালার প্রেসিডেন্ট হিলদা হেইন মঙ্গলবার (২৮ জানুয়ারি) বলেছেন, সমুদ্রের ধনভাণ্ডার থেকে লাভবান হওয়ার একমাত্র উপায় হচ্ছে একে রক্ষা করা। বিশ্ব ব্যাংক বলেছে, সমুদ্রের উচ্চতা বৃদ্ধির ফলে সেখানকার জীববৈচিত্র্য চরমভাবে হুমকির মুখে।
এ প্রসঙ্গে পরিবেশ সংরক্ষণবাদী এনরিক সালা বলেন, এই আদিম প্রবাল প্রাচীরগুলো হচ্ছে একেকটা টাইম মেশিন। এসব টাইম মেশিন আমাদের কাঙ্ক্ষিত প্রবাল প্রাচীরগুলো ভবিষ্যতে কেমন হবে, তাও বলে দেবে।
সূত্র: এএফপি
এসজেড