ঢাকা | বঙ্গাব্দ

জাপানে শিক্ষার্থীদের আত্মহত্যা বেড়েছে

চরম মানসিক চাপ, যেমন পড়াশুনার চাপ, বুলিং, সম্পর্ক, ক্যারিয়ার এবং স্বাস্থ্যগত ইত্যাদি কারণে ছাত্ররা আত্মহত্যা করেছে।
  • অনলাইন ডেস্ক | ২৯ জানুয়ারি, ২০২৫
জাপানে শিক্ষার্থীদের আত্মহত্যা বেড়েছে জাপানে আত্মহত্যার হার।

সামগ্রিকভাবে আত্মহত্যার প্রবণতা ৭.২ শতাংশ কমলেও জাপানে ২০২৪ সালে স্কুল ছাত্রদের মধ্যে রেকর্ড সংখ্যক আত্মহত্যা ঘটেছে। ২০২৪ সালে চরম শিল্পায়িত জাপানে ২০,২৬৮ জন আত্মহত্যা করে। যেখানে ২০০৩ সালে উন্নত দেশ জাপানে ৩৪,৪২৭ জন আত্মহত্যা করেছে। খবর এএফপি।


বুধবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, দেশটিতে হাইস্কুল পড়ুয়া ছাত্রদের আত্মহত্যার ঘটনা ২০২৩ সালের ৫১৩ থেকে এ বছর (২০২৪)  ৫২৭-এ পোঁছেছে। ডেপুটি চিপ কেবিনেট সেক্রেটারি তোকিওতো তার নিয়মিত প্রেস ব্রিফিং এ বলেছেন, বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করছি। শিশুদের জীবন রক্ষার্থে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব; এমন একটা সমাজ গড়ব যেখানে কেউ তার নিজের জীবন নেবে না।  


বেশিরভাগ ছাত্রের আত্মহত্যার কারণ অজানা। অতীতের পর্যালোচনায় দেখা গেছে, চরম মানসিক চাপ, যার মাঝে আছে পড়াশুনার চাপ, বুলিং, সম্পর্ক, ক্যারিয়ার এবং স্বাস্থ্যগত ইত্যাদি কারণে ছাত্ররা আত্মহত্যা করেছে।


সূত্র: এএফপি


এসজেড