ঢাকা | বঙ্গাব্দ

ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত, এক ডজন কর্মকর্তা বরখাস্ত

ট্রাম্পের দুই মামলার তদন্ত করেন স্পেশ্যাল কাউন্সেল জ্যাক স্মিথ। ট্রাম্পও বলেন, ক্ষমতায় এলে ‘দুই সেকেন্ডেই’ স্মিথকে সরাবেন তিনি।
  • অনলাইন ডেস্ক | ২৯ জানুয়ারি, ২০২৫
ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত, এক ডজন কর্মকর্তা বরখাস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের সঙ্গে জড়িত এক ডজনেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত করেছে মার্কিন বিচার বিভাগ। সোমবার বরখাস্ত হওয়া প্রত্যেকের কাছে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরি সাক্ষরিত চিঠি গেছে। তাতে বলা হয়েছে, ট্রাম্পের উদ্দেশ্যকে বিশ্বস্ত ভাবে বাস্তবায়িত করার প্রশ্নে তাদের আর ‘বিশ্বাস’ রাখা যাচ্ছে না।


চিঠিতে লেখা হয়েছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের বিচারে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমাদের মনে হয় না, বিচার বিভাগ প্রেসিডেন্টের উদ্দেশ্যকে বিশ্বস্ত ভাবে বাস্তবায়িত করার প্রশ্নে আপনাদের উপর আর আস্থা রাখতে পারে।’ ট্রাম্পের বিরুদ্ধে সরকারি গোপন নথি সরানো এবং ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার অভিযোগ উঠে। দুই মামলাতেই বরখাস্ত হওয়া ব্যক্তিরা প্রাক্তন স্পেশ্যাল কাউন্সেল জ্যাক স্মিথের নেতৃত্বাধীন তদন্তদলে যুক্ত ছিলেন। মনে করা হচ্ছে, সেই ‘অপরাধেই’ বরখাস্ত করা হয়েছে তাদের।


২০২২ সালে স্পেশ্যাল কাউন্সেল পদে নিযুক্ত হন জ্যাক স্মিথ। তার উপরেই ছিল ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হওয়া দুই মামলার তদন্তভার। পাল্টা হুমকি দিয়ে ট্রাম্পও বলেন, ক্ষমতায় এলে ‘দুই সেকেন্ডের মধ্যেই’ স্মিথকে সরিয়ে দেবেন তিনি। যদিও ট্রাম্পের শপথের আগেই পদ ছাড়েন স্মিথ। নভেম্বরে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বন্ধ হয়ে যায় তদন্তও। এ বার সেই মামলার সঙ্গে যুক্ত অন্তত ১২ জনকে বরখাস্ত করলো ট্রাম্পের বিচার বিভাগ।


সূত্র: স্কাই নিউজ


এসজেড