বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফিরে আসার ব্যাপারে অত্যন্ত আগ্রহী। লন্ডনের ব্রিকলেন মসজিদে আয়োজিত এক দোয়া মাহফিলে এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার রাতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছিল।
ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া দেশে ফেরার ব্যাপারে অত্যন্ত উৎসুক। তিনি বারবার দেশে ফেরার ইচ্ছার কথা জানাচ্ছেন। গতকালও তিনি বলেছিলেন, ‘চলো, আমরা দ্রুত দেশে ফিরে যাই। আমাদের জন্য বাংলাদেশই ভালো।’
বিএনপির এই নেতা জানান, লন্ডনের একটি ক্লিনিকে খালেদা জিয়ার কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে, তবে সেগুলোর ফলাফল এখনও পাওয়া যায়নি। চিকিৎসকদের মতামতের ওপর ভিত্তি করেই ঠিক হবে, তিনি কত দ্রুত দেশে ফিরতে পারবেন।
বর্তমানে খালেদা জিয়া তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও শর্মিলা রহমান এবং তিন নাতনির সঙ্গে রয়েছেন। তিনি পরিবারের সান্নিধ্যে কিছুটা স্বস্তি পাচ্ছেন এবং আগের তুলনায় বেশ স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানান চিকিৎসক জাহিদ হোসেন।
তিনি আরও বলেন, ‘বেগম জিয়া আপনাদের সবার দোয়া চেয়েছেন। আমরা তাঁর সুস্থতার জন্য যে অক্লান্ত পরিশ্রম করছি, তাতে আপনাদের ভালোবাসা ও দোয়া সবসময়ই দরকার।’
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। সেখান থেকে সরাসরি তাঁকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়, যেখানে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলে। বর্তমানে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তারেক রহমানের বাসভবনে পরিবারের সঙ্গে অবস্থান করছেন।
thebgbd.com/NIT